অন্যান্য

মেহেরপুরে কালেক্টরেট সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতী পালন

By মেহেরপুর নিউজ

June 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৮ জুন: কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তন ও বেতনস্কেল সমন্বয় করার দাবিতে মেহেরপুরে ২য় দফায় ৫ম দিনে মতন ২ ঘন্টা কর্মবিরতী পালন করেছে জেলা কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা। রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এ কর্মবিরতী পালন করে তারা। এ সময় বক্তব্য রাখেন, জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক আফতাব আলী খান। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ জুন পর্যন্ত দাবি আদায়ে তারা বিভিন্ন কর্মসূচী পালন করবেন বলে জানান সমিতির সভাপতি মিজানুর রহমান ।