খেলাধুলা

মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর প্রগতি পরিমেল জয়ী

By মেহেরপুর নিউজ

November 29, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর প্রগতি পরিমেল জয় লাভ করেছে ।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রগতি পরিমেল ৪-৩ গোল মেহেরপুর ফাহাদ ইসপোটিং কে পরাজিত করে। খেলায় বিজয়ী মাহাবুব ২টি,রাসেল ও নাঈম ১ টি করেএবং ফাহাদ স্কুটি পক্ষে সবুজ, উজ্জ্বল ও পল্লব ১টি করে গোল করে । খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন, তাদের সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।