বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ নভেম্বর : মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেছেন খেলাধুলা যেমন আনন্দ পাওয়া যায় তেমনী শরীর মনকে ভাল রাখে। তাছড়া একজন খেলোয়াড় একটি দেশকে বিশ্বের দরবারে পরিচয় ঘটানোর জন্য যথেষ্ট। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি শনিবার বিকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য আনোয়ারুল হক শাহী। পরে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন। লীগে মোট ১৩টি ক্লাব অংশ গ্রহন করছে। খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র জয়লাভ করেছে। খেলায় বিশ্বাস চক্র ১৬-৯ গোলে ছহিউদ্দীন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ী দলের ইকলাছ ৭টি, আলতাফ, আজিজুল ও নাজমুল ৩টি করে গোল করে। ছহিউদ্দীন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্রের পক্ষে নাসিম ও কালাম ২টি করে, রনি, রাকিব, সজল, আরিফুল ও মনিরুল ১টি করে গোল করেন। লীগে অংশ গ্রহনকারী অপর দলগুলো হলো প্রগতি পরিমেল, এ্যাপোলো ক্রীড়া চক্র, দুরন্ত হোটেল বাজার, উদায়ন ক্রীড়া চক্র, ফাহাদ যুব স্পোটিং ক্লাব, বামনপাড়া বটতলা একাদশ, মেহেরপুর টাউন ক্লাব, নিয়ন ষ্টার ক্রীড়া চক্র, বামনপাড়া সবুজ সংঘ, কোলা ইলেভেন ষ্টার ও তাপস স্মৃতি সংঘ। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন ও আলমগীর হোসেন লাল্টু।