বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কিশোরীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

By Meherpur News

July 17, 2025

মেহেরপুর নিউজ:

 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের আওতায় কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন এবং সচেতনতামূলক বার্তা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ রুমি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এমন কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।