বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কিশোরী ওরিয়েন্টেশন

By মেহেরপুর নিউজ

May 24, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে: মেহেরপুর পৌরসভার  উদ্দোগে “স্যানিটেশন স্বাস্থ্যশিক্ষা ও পানি সরবরাহ (জিওবি) ইউনিসেফ আরবান’ প্রকল্পের আওতা ভুক্ত ৬২৭ জন কিশোরীকে নিয়ে দুই সপ্তাহব্যাপী ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়েছে।  ওরিয়েন্টেশন চলবে  ২৩/০৫/২০১২ ইং থেকে ০৫/০৫/২০১২ইং  পর্যন্ত। প্রতিদিন দিন ৫২ জন  কিশোরি কে ওরিয়েন্টেশন প্রদান করা হবে।

ওরিয়েন্টেশন কর্মশালার শুভ উদ্বোধন করেন,প্যানেল মেয়র মোঃ রিয়াজউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি কমিউনিকেশন ফ্যর ডেভলোপমেন্ট অফিসার মং ইয়াই, খুলনা ডিভিশন, ওয়াস অফিসার নাহিদ মাহামুদ, খুলনা ডিভিশন, সেতুর সমন্বয়কারী হাসিব নেহাল, বস্তিউন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক। ওরিয়েন্টেশন পরিচালনা করেন শেখ সুজাউদ্দিন (পিএবি) আমজাদ হোসেন এবং নুসরাত আলম সনি (সেতু)।