শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

By মেহেরপুর নিউজ

June 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন:

শুক্রবার মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ-এর উদ্যোগে জেলার এবারের এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও ক্রীড়াক্ষেত্রে সাফল্য প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন সংঘের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহান আরা বানু, পুলিশ সুপার মীর্জা আব্দুল্ল­াহেল বাকি। অনুষ্টান শেষে এস,এস,সি পরীক্ষায় ১২৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য প্রাপ্তদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।