কৃষি সমাচার

মেহেরপুরে কৃষকদের বিনা মূল্যে কৃষি উপকরন বিতরন

By Meherpur News

April 16, 2019

মেহেরপুর নিউজ, ১৬ এপ্রিল : মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১/২০১৯-২০২০ মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে রোপা, আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে সদর উপজেলা মিলনায়তনে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সদর উপজেলা কৃষি অফিসার মোসারফ হোসেন প্রমুখ। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ২ হাজার ১ শ ৬০ জন কৃষকের মাঝে ডিএসপি ১৫ কেজি, এমওপি ১০ কেজি এবং আউশ ধান বীজ ৫ কেজি করে প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন এদেশের কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। তাই এদেশের চাষীদের বাঁচাতে সব সময় সরকার চাষীদের প্রনদনা দিচ্ছে। সার, তেল ও বিদ্যুৎ এ ভূর্তুকি দিচ্ছে।