কৃষি সমাচার

মেহেরপুরে কৃষি জমি দখল করে অর্থনৈতিক জোন করার প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর: “কৃষি জমি ধ্বংসের চক্রান্ত বন্ধ করুন,কৃষক বাঁচান -দেশ বাঁচান” এ বিষয়ক লেখা সম্বলিত একটি ব্যানার নিয়ে মেহেরপুর-আমঝুপি সড়কের অয়ন ফিলিং ষ্টেশন সংলগ্ন সড়কে মানববন্ধন করছে স্থানীয় কৃষি জমির মালিকরা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় থেকে চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের নেতৃত্বে মাহবুব আলম,আজগর হোসেন,নজরুল ইসলাম,সাবদার আলী,রুহুল আমীন,খলিলুর রহমান,তেতুল শেখসহ শতাধীক কৃষি জমির মালিক এ মানববন্ধনে অংশ গ্রহন করেছেন। জানা গেছে,মেহেরপুর-আমঝুপি সড়কের অয়ন ফিলিং ষ্টেশনের নিকট অর্থনৈতিক জোনের পছন্দ হলে অর্থনৈতিক জোন তৈরি করার লক্ষ্যে ৩০ একর কৃষি জমি সরকার হুকুম দখল করার কথা রয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক জোনের নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল উক্ত এলাকায় পরিদর্শন করতে আসছেন।এ খবর পেয়ে ওই জমির মালিকরা আজ সকাল থেকে সেখানে মানব বন্ধন করছেন।