রাজনীতি

মেহেরপুরে কেন্দ্রে কেন্দ্রে বাধা সংঘর্ষ দখল করার চেষ্টা, আহত ১৩

By মেহেরপুর নিউজ

May 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ মে: ৪র্থ ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে বাধা, দফায় দফায় সংঘর্ষ, কেন্দ্র দখল করার চেষ্টাসহ নানা ঘটনায় ১৩ জন আহত হয়েছে। ধানখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঢেপা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দু সদস্য প্রার্থীর সমর্থকদের কথাকাটি জের ধরে সংঘর্ষে তিন সহোদরসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মিয়ারুল ইসলাম নামের একজনের অবস্থা গুরতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল তিন টার দিকে ৩ নং ওয়ার্ড সদস্য কফিল উদ্দিনের সমর্থক ঢেপা পাঙাসী পাড়ার সুমন নামের এক যুবক জাল ভোট দিয়ে সদস্য প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের কাছে গল্প করে। এ সময় আনোয়ার হোসেনের সমর্থক আনারুল ইসলাম প্রতিবাদ করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় সদস্য প্রার্থী কফিল উদ্দিনের ছেলে আজিবর রহমান, জিয়ারুল ইসলাম ও তার ভাইয়ের ছেলে মাজহারুল ইসলাম কলাকাটা বটি দিয়ে (চাপাতি) দিয়ে হামলা চালায়। এসময় মিয়ারুল ইসলাম, তার ভাই আনারুল ইসলাম, বাবুল, আইয়ুব ও আহত হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাসের নেতৃত্বে বিজিবি স্ট্রাইকিং ফোর্স ঘটনা স্থলে পৌছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মিয়ারুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।  এসময় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে ব্যালট বাক্সগুলো প্রিজাইডিং অফিসারের রুমে সংরক্ষন করা হয়। এছাড়া সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ.লীগ প্রার্থী আমিনুল কবির দেলবার ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব আলীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের পাশে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ দুই রাউন্ড ফাকা গুলি বর্ষন করে। এ সময় ওই কেন্দ্রে ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ.লীগ প্রার্থী আমিনুল কবির দেলবার ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের যুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ.লীগ প্রার্থী আব্দুর রাজ্জাকের ক্যাডার মিনজারুল তার ক্যাডারবাহিনী নিয়ে কেন্দ্র দখর করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্য করে। এসময় মিনজারুল কাডার বাহিনী সাংবাদিক ও পুলিশের উপর হামলা করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের এলাপাতাড়ি লাঠিচার্য করে ছত্রভঙ্গ করেদেয়। এতে অল্পের জন্য স্থানীয় একটি অনলাইনের সাংবাদিক রক্ষা পেলেও ৪ জন আহত হয়েছে। তবে আহত অবস্থায় তারা পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি। পাশের গ্রামের বাহাগুন্দি গ্রামের প্রায় শতাধিক ভোটারকে ভোট কেন্দ্রে বাধা দেয়ার চেষ্টা করে আব্দুর রাজ্জাকের ক্যাডার বাহিনী। খবর পেয়ে পুলিশের মোবাইল টিমের সহায়তা তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। দুপুর ১২ টার দিকে একই ইউনিয়নের চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আ.লীগ প্রার্থীর ক্যাডার মহিবুল ও হাবিবের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল কেন্দ্রে ঢুকে বিএনপির এজেন্ট লাল মহাম্মদকে বরে করে দিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারার ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্যে তারা ছত্রভঙ্গ হয়ে য্ায়। এখানে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে ওই কেন্দ্রের ৩০ টি ভোট বাতিল করা হয়েছে।