কৃষি সমাচার

মেহেরপুরে কেমিক্যাল মুক্ত কলা উৎপাদনের লক্ষ্যে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

August 13, 2015

মেহেরপুর নিউজ, ১৩ আগষ্ট: অধিক কলা উৎপাদনশীল জেলা মেহেরপুরে কেমিক্যাল মুক্ত কলা উৎপাদনের লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কলা চাষী ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, প্রশিক্ষন কর্মকর্তা স্বপন কুমার মন্ডল। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেণ বীজ প্রত্যায়ণ বিভাগের উপ-পরিচালক ড. আখাতারুজ্জামান । জেলার বিভিন্ন এলাকার কলা চাষী ও ব্যবসায়ীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেণ।