বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কোরবানির বর্জ্য অপসারনের ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

August 13, 2018

মেহেনপুর নিউজ, ১৩ আগষ্ট : মেহেরপুর জেলার সকল উপজেলা ,পৌরসভা এবং ইউনিয়ন পরিষদসমূহের নির্দিষ্ট স্থানে কোরবানি জবেহকরন ও দ্রুত পশু বর্জ্য অপসারনের ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশসাক তৌফিকুর রহমান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকউল আলম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমূখ। এসময় জেলা সকল ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন. এবার প্রায় ৩৫ টি পয়েন্টে পশু কোরবানির ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ লক্ষে ব্যাপক প্রচারের কার্যক্রম চলছে। বিশেষ করে পৌরসভার তত্বাবধানে আশা করা যায় ভাল ভাবেই এই কার্যক্রম সমাপ্ত হবে। শহর আমার, কোরবানির পরে এই শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।