বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By Meherpur News

May 04, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, ইন্সপেক্টর গোলাম মোর্শেদ, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.ফাতেমা খাতুন,জেলা শিক্ষা অফিসার হযরত আলী প্রমূখ।