কৃষি সমাচার

মেহেরপুরে ক্ষতি পূরনের দাবীতে বীজ কোম্পানীর বিরুদ্ধে মামলা

By মেহেরপুর নিউজ

October 20, 2012

আবু আক্তার , মেহেরপুর নিউজ ২৪ ডট কম : মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে চলতি মৌসুমে আগাম বাধাঁ কপির চাষ করতে গিয়ে প্রতারনায় শিকার রিয়ারবল বীজ কোম্পানির বিরুদ্ধে তিগ্রস্থ চাষিরা ¶তি পূরন চেয়ে আদালতে মামলা করেছে যার নং- সি আর ৪০৩। আদালত মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানা কে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানাগেছে, গত কয়েক বছর ধরে মেহেরপুর জেলার চাষীরা আগাম কপি চাষ করে লাভবান হয়ে আসছে। কিন্তু চাষীরা এবার রেয়ার বল  নামে এক কোম্পানীর বীজ ব্যবহার করে লোকসানের মুখে পড়েছে। জেলার শ্যামপুর, শালিকা, সাহারবাটি, মদনাডাংগা সহ বিভিন্ন এলাকার শত শত চাষী এই বীজ ব্যবহার করে এখন নিঃস্ব হতে বসেছে। ৬৫ দিনে দুই থেকে আড়াই কেজি করে কপির ফলন হবে এমন প্রলোভনে পড়ে এই বীজের চারা জমিতে লাগিয়ে ৯০ দিন পার হয়ে গেলেও ১০০ গ্রাম করেও ফলন পায়নি চাষীরা। অনেক চাষী তাদের হালের গর“ ও ঋণ নিয়ে এই কপি চাষ করেছে। ফলে প্রায় ৩ কোটি টাকা ক্ষতির সম্মুখিন হবে বলে জানিয়েছেন চাষীরা। এব্যাপারে সংশি­ষ্ট বীজ কোম্পানীর কাছ থেকে ক্ষতি পূরনের দাবীতে বিভিন্ন মহলে তদবির করে কোন ফল না পেয়ে অবশেষে মেহেরপুর আদালতে সঠিক বিচারের আশায় চাষিরা মামলা করে। চাষিরা মনে করে যদি এর ক্ষতিপূরন না পায় তাহলে আগামী ১০ বছর আবাদ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব না। উর্দ্ধতন কর্তৃপক্ষ এব্যাপারে আশু পদকেক্ষপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকার প্রান্তিক চাষিদের।