কৃষি সমাচার

মেহেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

By মেহেরপুর নিউজ

September 23, 2016

মেহেরপুর নিউজ, ২৩ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার, মুজিবনগর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা বিভিন্ন গ্রামের ১ হাজার ২শ ১০ জন ভুট্টা চাষী, ১শ ১০ জন মুগডাল ও ৬শ ৪৫ জন শস্য চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন সেখানে উপিস্থিত ছিলেন।