কৃষি সমাচার

মেহেরপুরে খরিপ-১ চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

By মেহেরপুর নিউজ

April 30, 2015

মেহেরপুর নিউজ,৩০ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-১ এর ২০১৫-২০১৬ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ আবাদ সম্প্রসারণের লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান। অনুষ্ঠানে সদর উপজেলার ৬২৫ জন কৃষককে ১ কেজি করে ডিএপি, ১০কেজি করে পটাশ, ২০ কেজি করে ইউরিয়া ও ৫ কেজি ধান বীজ বিতরণ করা হয়।

এদিকে,গাংনীতে আউশ ও নেরিকা আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসয়নিক সার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কৃষি প্রশিক্ষক কেন্দ্রে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন আনুষ্ঠানিক ভাবে বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। ৫১০ জন চাষীর মাঝে বীজ এবং রাসয়নিক সার বিতরন করা হয়। এসময় ডিডি মুস্তাফিজুর রহমান,গাংনী উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।