বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে খুলনা বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী প্রতিনিধি দলের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 10, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসনের সাথে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মেহেরপুরের সমস্যা সম্ভাবনা সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফরের প্রতিনিধি মোহাম্মদ ওয়াহিদ উজ্জামান, আকরাম হোসাইন রাজু, আশরেফা খাতুন, আবু বকর খান, ফারহানা ফারিনা, মইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, তৌহিদ ইসলাম শুভ, মোঃ বাবু খান,জান্নাত, মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া, মুজিবনগর থানার ওসি সাইফুল আলম,জেলা জামাতে ইসলামীর আমির মাওলানা তাজুদ্দিন খান মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা প্রশাসন এবং পুলিশের কর্মকর্তারা এবং মেহেরপুরের বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।