ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে খোলা বাজারের তেল ছোলার ৭ ডিলারের মধ্য ৬ ডিলার খুজে পাওয়া যাচ্ছে না

By মেহেরপুর নিউজ

August 20, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগস্ট:

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারী ভাবে খোলা বাজারে তেল,চিনি,ছোলা বিক্রি করার লক্ষ্যে মেহেরপুর জেলায় ৭ জন ডিলার নিয়োগ করা হলেও মেহেরপুর বাজারে মাত্র  ১ জন ডিলার বিক্রির জন্য চিনি,তেল, ছোলা তুলেছে। বাকি ৬ জন ডিলারের কোন খবর নেই। মেহেরপুরে প্রচারের অভাবে ন্যয্যমুল্যের সামগ্রী বিক্রি হচ্ছে না। জানাগেছে পবিত্র রমজান মাসে চিনি, ছোলা এবং তেল ন্যয্যমুল্যে বিক্রির জন্য ৭জন ডিলার নিয়োগ দেন। যার মধ্যে মেহেরপুর শহরে ১জন গাংনী, বামুন্দী এবং মুজিবনগরে বাকি ৬জন। মেহেরপুর শহরে এক ব্যবসায়ী ৩ টন চিনি, ১ টন ছোলা, ১ টন তেল তুলে তার বাড়িতে বসলেও কোন প্রচার নেই। ফলে শহরের বোসপাড়ায় হাজী আশকার আলীর বাড়িতে  বাজার ছাড়া কেজি প্রতি ২-৩ টাকা কম দরেও কেনার কোন মানুষ নেই। এদিকে বাকি ৬ জন ডিলারের কোন খোজ পাওয়া যায়নি। তারা ন্যায্যমুল্যের কোন সামগ্রী তুলেছে কিনা তাও জানা যায়নি।