অন্যান্য

মেহেরপুরে গণতন্ত্র মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 29, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ অক্টোবর: “উন্নয়নের জন্য গণতন্ত্র, গণতন্ত্রের জন্য উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে খান ফাউন্ডেশনের উদ্যোগে গণতন্ত্র মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে ফিতা কেটে গণতন্ত্র মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন এনজি ‘র বেশ কয়েকটি  ষ্টল শোভা পাচ্ছে। র‌্যালীতে এ্যাড. আব্দুস সালাম, খান ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন, পৌর মহিলা কাউন্সিলর মনোয়ারা খাতুন সহ জেলার বিভিন্ন এনজিও’র সদস্য ও নারী জন প্রতিনিধিরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।