বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গণসংযোগ করলেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান

By Meherpur News

July 25, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান সদর উপজেলার রায়পুর গ্রামে গণসংযোগ করেছেন। শুক্রবার রাতে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের বিভিন্ন দিক তুলে ধরেন।

গণসংযোগ শেষে রায়পুর ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি বলেন, “জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় সংগ্রামী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হোসেন মিন্টু, জেলা জাসাসের সভাপতি বাকা বিল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।