বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গণহত্যা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 25, 2017

মেহেরপুর নিউজ,২৫ মার্চ: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, ডিএফএ’র সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী প্রমুখ।

জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের আলোচনা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিনের সবাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক তারিকুজ্জামান রিপন, হাবিবুর রহমান, সেলিনা আক্তার, মনিরা খাতুন প্রমুখ।  

 

শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান এতে বক্তব্য রাখেন। শিল্পকলা একাডেমীর শিল্পিরা সঙ্গিত পরিবেশন করেন।