শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে গণিত উৎসব অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর: মেহেরপুর ইয়ুথওয়াচের উদ্যোগে  “গণিতের ভয় করবোই জয়” এই স্লোগানকে সামনে রেখে ইয়ুথওয়াচ গণিত উৎসবের আয়োজন করা হয়। আজ শুক্রবার মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী গণিত উৎসবে অংশ গ্রহন করে। বিকালে গণিত উৎসবের বিজয়ীদের  মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।

গণিত উৎসব উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বক্তব্য রাখেন ইয়ুথওয়াচের কো-অর্ডিনেটর রাইসুল ইসলাম অনিক। অনুষ্ঠানে ৩টি গ্রুপে ২১ জনকে পুরুষ্কৃত করা হয়। একই সাথে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয় ও মেহেরপুর গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমীকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরষ্কার দেয়া হয়। এদিকে এদিন সকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক আনুষ্ঠানিকভাবে গণিত উৎসবের উদ্বোধন করেন।এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।