বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গণিত উৎসব সূচনা

By মেহেরপুর নিউজ

January 20, 2017

মেহেরপুর নিউজ, ২০ জানুয়ারী: “গণিতকে আর ভয় নই’ এবার করবো জয়” এই শ্লোগানে মেহেরপুরে মাধ্যমিক পর্যায়ের ১৪শ শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন জাগো মেহেরপুর এ গণিত উৎসবের আয়োজন করে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে গণিত উৎসবের সূচনা করেন। জাগো মেহেরপুরের উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিশেষ ছিলেন মেহেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগো মেহেরপুরের উপদেষ্টা তুহিন আরন্য, মুখোপাত্র শোয়েব রহমান। এর আগে জাতীয় সঙ্গিতের পতাকার তালে তালে সেখানে জাতীয় ও গণিত উৎসবের পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথির বক্তব্য ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরণের আয়োজন আরো বেশি করে করতে হবে। গণিত ভিতি কাটাতে পারলে একজন শিক্ষার্থীর জন্য যে কোন যুদ্ধে বিজয়ী হওয়া স¤^ব। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমার আগামীর মেহেরপুর। তোমাদের দক্ষ সৈনিক হিসাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তোমাদের দক্ষতা মেধা ও যোগত্য মেহেরপুরকে অনেক দূরে নিয়ে যাবে। আগামীর মেহেরপুর গড়তে তোমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে।