রাজনীতি

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ধ্বংস হয়েছে….. এমপি ফরহাদ হোসেন

By মেহেরপুর নিউজ

January 05, 2016

মেহেরপুর নিউজ,০৫ জানুয়ারী:

মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন বলেন, ৫ জানুয়ারী জাতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন উল্লেখ করে বলেন দেশে আজ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। যা গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা মানবতায় বিশ্বাস করে তাদের ধ্বংস হয়েছে।

মেহেরপুরে গণতন্ত্র রক্ষা দিবস ও সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে  মেহেরপুর জেলা আওয়ামীলীগ অায়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

এমপি ফরহাদ হোসেন আরো বলেন, যতদিন বেচে থাকবো ততদিন আমরা ৫ জানুয়ারী আমরা গণতন্ত্র রক্ষা দিবস পালন করবো। আজ জননেত্রী শেখ হাসিনা

যেভাবে কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন, দুস্থদের পাশে দাড়িয়েছেন, যেভাবে বছরের ১ম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন। তার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের ইতিহাসে মাথা উচু করে দিয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার সময় মেহেরপুর শহীদ সামছুজোহা পার্কে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা সভাপতি সাইদুজ্জামান খোকন, মেহেরপুর সদর সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, মুজিবনগর উপজেলা সাধারন সম্পাদক আমান হোসেন মিলু, জেলা আ.লীগের যুগ্ম

সম্পাদক ইব্রাহিম শাহিন, সহপ্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন, কুতুবপুর ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলী, মহাজনপুর ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন সভাপতি আযুব হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর, সাধারন সম্পাদক জুয়েল রানা প্রমুখ। জনসভায় জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, পাকিস্তানের দোসর বিএনপি জামায়াত ২১ বছর দেশকে পরিচালনা করে কি দিয়েছেন। রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। তার অংশ হিসেবে গত

২০১৪ সালের ৫ জানুয়ারী সংসদ নির্বাচন বাঞ্চাল করার জন্য দেশে জ্বালাও পোড়াও করে নিরীহ মানুষ কে হত্যা করেছেন। আবারও নতুন করে স্বপ্ন দেখছেন আরেকটি ৫ জানুয়ারীর মত সহিংসতার মধ্যে দিয়ে দেশকে অরাজকতায় নিয়ে আসতে। বিএনপি জামায়াতকে হুশিয়ারি করে তিনি বলেন, যেভাবে ২০১৪ সালে যেভাবে আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌরাজ্যে প্রতিরোধ করেছি সেভাবেই আপনাদের প্রতিরোধ করা হবে। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু বলেন, বিএনপির জামায়াতে নৌরাজ্যের ছেলে বাবাসহ অনেক পরিবারের লোকজন হিংসার আগুনে জ্বলে মারা গেছে। বাসে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করেছেন। এত কিছুর পরও জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় দেশ আজ এগিয়ে যাচ্ছে।