মেহেরপুর নিউজ,১০ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার রাজাপুরে গ্রামবাসীর গনপিটুনিতে ৩ ডাকাত নিহত হওয়ার ঘটনায় সাড়ে ৮’শ জনকে অজ্ঞাত আসামী করে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। যার নং:১২,১৩ ও ১৪। শুক্রবার মেহেরপুর সদর থানার এস আই কার্তিক চন্দ্র দাস বাদি হয়ে ধারা ৩৯৯/৪০২/ পেনাল কোড-১৯০৮ সালের বিষ্ফোরক ৩ ধারায় ৩ জন নামীয়সহ ১৪/১৫ জনকে অজ্ঞাত। ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর ক ধারায় ৩ জন নামীয় সহ ১৪/১৫ জন অজ্ঞাত এবং ৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩৪৭/৩০২ পেনাল কোড ধারায় ৮’শ জনকে অজ্ঞাত আসামী করে পৃথক মামলা ৩ টি করেন। উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসীর গনপিটুনিতে ৩ ডাকাত নিহত হয়।