অন্যান্য

মেহেরপুরে গরীব দু:স্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

October 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর: মেহেরপুর রাজ এন্টার প্রাইজের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে  ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

শনিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় রাজ এন্টার প্রাইজের কর্ণধর নুরুল আশরাফ রাজিব উপস্থিত থেকে শতাধিক গরিব দুস্থের মধ্যে চাল, চিনি , সেমাই আটা সহ বিভিণœ খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় পপিন, সাকিল চৌধুরী ,সুমন তুহিন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।