অন্যান্য

মেহেরপুরে গরুর শিংয়ের আঘাতে শিশু আহত

By মেহেরপুর নিউজ

December 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ডিসেম্বর: মেহেরপুর শহরের চক্রপাড়ায় গরুর শিংয়ের আঘাতে আলী ইমরান (৬) নামের এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, চক্রপাড়ার রাহিবুল ইসলামের ছেলে আলী ইমরান রাস্তার পাশে খেলা করার সময় একটি গরু তাকে শিং দিয়ে আঘাত করে। এতে সে আহত হয়।