বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাঁজার গাছসহ একজন আটক

By Meherpur News

August 06, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে গাঁজার গাছ চাষের অভিযোগে বুলবুল নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মুজিবনগর থানা পুলিশের একটি দল ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোনাখালী গ্রামের মোনাজাত আলীর ছেলে বুলবুলের বাড়ির পেছন থেকে তিনটি বড় আকারের গাঁজার গাছ উদ্ধার করা হয়। অভিযানের সময় বুলবুলকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা সফল হয়েছি।