অন্যান্য

মেহেরপুরে গাঁজাসহ ১জন আটক

By মেহেরপুর নিউজ

January 04, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারি: মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যেগে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ওয়াছের আলী নামের এক যুবককে আটক করেছে। রোববার সকালে পুলিশ শহরের বেড়পাড়া এলাকাথেকে তাকে আটক করে।

জানাগেছে, মেহেরপুর সদর থানার এসআই মেসবার নেতৃত্বে বেড়পাড়ার আকালির ছেলে ওয়াসের কে ১০০ গ্রাম গাজাসহ আটক করে।