অন্যান্য

মেহেরপুরে গাঁজা ও হেরোইনসহ সহ ৩ জন আটক

By মেহেরপুর নিউজ

December 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ডিসেম্বর: মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ ৩ মাদকসেবীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটকৃতরা হলো ফুলবাগান পাড়ার আক্কাস আলীর ছেলে ওহাব, কাশ্যপপাড়ার আহাম্মদের ছেলে মিঠু এবং মল্লিকপাড়ার গোলাম হোসেনের ছেলে খোকন। সদর থানার এস আই মেজবাহ রোববার সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে ওহাবকে ১’শ গ্রাম গাঁজা,  মিঠুকে ৩ গ্রাম হেরোইন এবং খোকনকে ২ গ্রাম হেরোইনসহ আটক করে । পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।