আইন-আদালত

মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে ৪ জনের জেল, জরিমানা

By মেহেরপুর নিউজ

September 08, 2015

মেহেরপুর নিউজ,০৮ সেপ্টেম্বর: মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে ২ জনের জেল ও ২ জনের কাছে থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে শহরের বোসপাড়ার গোপালের ছেলে গোপিনাথ ও সদরের যাদবপুর গ্রামের নাসিরের ছেলে তুষারের ৫ হাজার টাকা জরিমানা এবং সদরের বারাকপুর গ্রামের নাসিরের ছেলে ইব্রাহিমের ১বছর ও সুবিধপুর গ্রামের খোদাবক্সের ছেলে সামসুজ্জোহার ১ মাসের জেল দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আরিফ হোসেন জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন। আদালতের বিচারক মো: আরিফ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২৬ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় গোপিনাথ ও তুষারের ৫ হাজার টাকা জরিমানা এবং একই আইনের ১৯ (১) ধারায় ইব্রাহিমের ১বছর ও সামসুজ্জোহার ১ মাসের জেল দেয়া হয়েছে।

এর আগে, পৃথক অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার এএসআই মোস্তাহাব, এসআই আহসান ও এএসআই অর্জুন সরকার গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে।