আইন-আদালত

মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে ২ ব্যক্তির জেল

By মেহেরপুর নিউজ

January 24, 2018

মেহেরপুর নিউজ, ২৪ জানুয়ারী: গাঁজা রাখার অপরাধ প্রমানিত হওয়ায় মনিরুল ও খোকা নামের ২ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে মেহেরপুর যুগ্ম জজ ২য় আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম। বুধবার দুপুরে বিচারক খোকার ৮ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস এবং মনিরুলের ৫ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেন। সাজাপ্রাপ্ত মনিরুল গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আফসার আলীর ছেলে এবং খোকা কাথুলী গ্রামের মুনসুর আলীর ছেলে। মামলার বিবরনে জানা যায় ২০০৮ সালের ১৫ জুন তৎকালীন মেহেরপুর ডিবি‘র এস আই শওকত এর নেতৃত্বে ডিবি‘র এবটি দল কাথুলীর মাঠে অভিযান চালিয়ে মোচ ১৩ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করে। ঐ ঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়। মামলায় মোট ১২ জন সাক্ষির সাক্ষে আসামী ২ জনদোষী প্রমানিত হওয়ায় আদালত এ শাস্তি প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষে এ পি পি এম এম রুস্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. আসাদুল হক ও মোখলেছুর রহমান স্বপন কৌসুলী ছিলেন।