মেহেরপুর নিউজ,০৪ এপ্রিল: গাঁজা রাখার দায়ে মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের আতর আলীর ছেলে জালাল উদ্দিন, আমঝুপি গ্রামের আনোয়ারের ছেলে জুয়েল এবং শহরের ফুলবাগান পাড়ার মিজানের ছেলে মহিদুলকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমীনুল ইসলাম পৃথক আদালত পরিচালনা করে এ রায় দেন। ভ্রাম্যমান আদালতের বিচারক আমীনুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(ক) ধারায় দোষী সাবাস্থ্য হওয়ায় বিকালে জালাল ও জুয়েলকে এবং সকালে মহিদুলকে ৬ মাস করে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
মেহেরেপুর সদর থানার এসআই কার্তিক, এএসআই বাবুল আক্তার ও ডিবির ওসি আক্তারুজ্জামান পৃথক অভিযান চালিযে তাদের গাাঁজাসহ আটক করে।