মেহেরপুর নিউজ,২৩ এপ্রিল: মেহেরপুরে গাঁজা রাখার দায়ে আজিজুল ও সুজন নামের ২ ব্যাক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ডপ্রাপ্তদের মধ্যে বামনপাড়ার আব্দুল কাদেরের ছেলে আজিজুলের ৮ মাস এবং চাঁদপুরের আব্দুল রাজ্জাকের ছেলে সুজনের ৬ মাস। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনুজ্জামান তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন। আদালতের বিচারক শাহীনুজ্জামান জানান,মাদক দ্রব্য নিয়ন্ত্র আইন ১৯৯০ এর টেবিল ৭(ক) ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় আজিজুলের ৮ মাস এবং সুজনের ৬ মাস করে কারাদন্ড দিয়েছে। এর আগে মেহেরপুর সদর থানার এ এস আই অর্জন বামনপাড়া থেকে আব্দুল কাদেরের ছেলে আজিজুল ও চাঁদপুরের আব্দুল রাজ্জাকের ছেলে সুজনকে আটক করে।