আইন-আদালত

মেহেরপুরে গাঁজা রাখাার অপরাধে এক নারীর ৬ মাস কারাদন্ড

By মেহেরপুর নিউজ

May 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৭ মে: মেহেরপুর শহরে গাঁজা রাখার অপরাধে মোমেনা খাতুন (৪৮) নামের এক নারী কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটক মোমেনা খাতুন শহরের শিশু বাগান পাড়ার চিহিৃত মাদক ব্যাবসায়ী মিনহাজুল মোল্লার (ইন্ডিয়া) স্ত্রী।

বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন এই রায় প্রদান করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান জানান, সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামাল শিশু বাগান পাড়ায় অভিযান চালিয়ে ৪০ পুরিয়া গাঁজা সহ মোমেনা নামের এক নারীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন জানান, অবৈধ ভাবে মাদকদ্রব্য রাখার অপরাধে এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আটককৃত মোমেনা খাতুন কে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।