আইন-আদালত

মেহেরপুরে গাঁজা রাখায় দায়ে প্রতিবন্ধী মহিলাসহ ৩ জনের জেল-জরিমানা

By মেহেরপুর নিউজ

July 04, 2015

মেহেরপুর নিউজ, ০৪ জুলাই: মেহেরপুরে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত বসিয়ে গাঁজা রাখার দায়ে এক প্রতিবন্ধী ( বামন) মহিলা সহ ৩ জনের বিভিন্ন মেয়াদের জেল ও জরিমানা আদায় করা হয়েছে।শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন এ রায় দেন।

পুলিশ জানায়, শনিবার সকালের দিকে সদর উপজেলার পিরোজপুর আইসি ক্যাম্পের এএসআই আনিস পিরোজপুর গ্রাম থেকে রহিম খার মেয়ে প্রতিবন্ধী (বামন) রোজিনাকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। একই দিনে এএসআই অর্জুন শহরের টিএন্ডটি পাড়ার মালেকের ছেলে মিঠুকে গাঁজাসহ কালাচাঁদপুর থেকে এবং খা পাড়ার দিনাজের ছেলে খোকনকে গাঁজাসহ বাড়ি থেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক আরিফ হোসেন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯এর ক টেবিল ৭ ধারায় দোষী প্রমানিত হওয়ায় রোজিনা ও মিঠুকে ১ বছর করে কারাদন্ড ও খোকনের নিকট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।