মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে বজ্রপাতে আনারুল ইসলাম (২৫) নামের এক ভ্যান চালক ও একটি গরু মারা গেছে। আহত হয়েছেন আরো ৪ কৃষক। নিহত আনারুল ইসলাম তেতুলবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাত ঘটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আনারুলের পিতা বিল্লাল জানান, দুপুর ১২ টার দিক থেকে বৃষ্টিপাত ঘটছিল। বৃষ্টির সাথে সাথে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ওই ভ্যান চালাক নিহত হন। এ সময় একই মাঠে ঘাস খাওয়ার সময় আশরাফ আলীর একটি গরু মারা গেছে। এছাড়া আহত হয়েছেন আরো ৪ জন কৃষক। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসক হানান আহতদের অবস্থা বর্তমানে আশংকামুক্ত।