বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাছ চুরির সময় চোর আটক : গণধোলাই দিয়ে হাসপাতালে প্রেরণ

By মেহেরপুর নিউজ

March 14, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বিলকোলা সড়কে সরকারি গাছ চুরি করার সময় জনতা এক গাছচোরকে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছে। জানা যায়, রোববার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের রিয়াকুল শেখের ছেলে খবির হোসেন (৪০) বিলকোলা গ্রামের জোলাখালী সড়কের পাশে ভ্যান রেখে একটি সরকারি বাবলাগাছ ছুরি করে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী গাছ চুরি করতে দেখে তাকে আটক করে গণধোলাই দেয়।