আইন-আদালত

মেহেরপুরে গুলি ও জাল টাকা উদ্ধার মামলায় একজনের ৭ বছর কারাদন্ড

By মেহেরপুর নিউজ

April 21, 2016

মেহেরপুর নিউজ,২১ এপ্রিল: মেহেরপুরে গুলি ও জাল নোট উদ্ধারের একটি মামলায় হেলাল উদ্দিন নামের এক ব্যাক্তির ৭ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক টি এম মুসা এ আদেশ দেন। দন্ডিত হেলার উদ্দিন পাবনা জেলার কামারগ্রাম এলাকার নোয়াব আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৪ আগষ্ট বিকালে গাংনী উপজেলার সাহেবপুর গ্রাম থেকে পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওয়ালিউর রহমান হেলাল উদ্দিনকে ৩ রাউন্ড গুলি, এক হাজার টাকার ১টি এবং ৫’শ টাকার ২টি জাল নোট সহ তাকে আটক করে।

পরদিন এস আই ওয়ালিউর রহমান বাদি হয়ে হেলালের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করনে। মামলায় ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন ।মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী প্েক্ষ শফিকুল আলম আইনজীবীর ভুমিকা পালন করেন।