ফুটবল

মেহেরপুরে গোভীপুর ভৈরব ক্লাব ফুটবল টুর্নামেন্টে আমঝুপি সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

October 12, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাব ফুটবল টুর্নামেন্টে গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী  সেমিফাইনাল খেলা যোগ্যতা অর্জন করেছে।

শনিবার অনুষ্ঠিত ২য় কোয়াটার ফাইনাল খেলা আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী ২-১ গোলে চকশ্যামনগর একাদশকে পরাজিত করে।

খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী পক্ষে মিঠু ২টি ও  চকশ্যামনগর একাদশের পক্ষে রাজু  একটি  গোল করেন।