অন্যান্য

মেহেরপুরের কোলায় গোরস্থানের রাস্তা নষ্ট করায় বিচারের দাবিতে স্মারকলিপি ও অভিযোগ দাখিল

By মেহেরপুর নিউজ

October 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে গোরস্থানের প্রবেশের রাস্তা কেটে নষ্ট করায় মোক্তার মল্লিকের ছেলে আবুল বাশারের বিরুদ্ধে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার স্মরকলিপি প্রদান করেছে গ্রামবাসী। একই সাথে তারা মেহেরপুর সদর থানায় একটি অভিযোগও দাখিল করে। রোববার সকালে কোলা গ্রামের জালাল উদ্দিন ও মোতালেব খানের নেতৃত্বে গ্রামবাসীরা গনস্বাক্ষরকৃত একটি স্মারকলিপি জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট তুলে দেন। এর আগে তারা সদর থানায় একটি অভিযোগ দাখিল করে।