বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়িত, “দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ” প্রকল্পে উপকারভোগী সদস্যদের অংশগ্রহণে ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে ৪ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান এর সভাপতিত্বে সদর উপজেলার হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান,সদর উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার।৪ দিনব্যাপী প্রশিক্ষন বুড়িপোতা ইউনিয়ন এর ১০০ জন উপকারভোগী সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।