বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গ্রামীণ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

May 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়িত “দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ” প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ২০২২ শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রকল্প পরিচালক ও খুলনা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী প্রকল্প পরিচালক ও জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান,জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ মশিউর রহমান, শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আওয়াল, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম, সমবায় বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।