মেহেরপুর নিউজ, ১৬ নভেম্বর:
মেহেরপুরে গ্রীন লাইফ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। আগামী ২২ শে নভেম্বর মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে। টুর্ণামেন্টে মেহেরপুর জেলার ৭টি টিম সহ মোট ১৩ জেলার ২০টি দল অংশগ্রহণ করবে।
শনিবার বিকেলে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজিত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও ডিবিসি টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার । এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর প্রেসক্লাব ক্লাব এর সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাংবাদিক রেজ আন উল বাশার তাপস, দিলরুবা খাতুন, বিসিবির জেলা কোর্স হাসানুজ্জামান হিলন সহ টুর্নামেন্টে অংশ নেওয়া দলের ক্যাপ্টেন ও কর্মকর্তারা।