খেলাধুলা

মেহেরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস প্রমুখ। এর আগে সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং শান্তির প্রতিক কবুতর উড়ানো হয়।