খেলাধুলা

মেহেরপুরে গ্রীষ্মকালীন ছেলেদের ফুটবলে সরকারী বালক চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

August 25, 2015

মেহেরপুর নিউজ,২৫ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে ঝাউবাড়িয়া মাঠে অনুণ্ঠিত ৪৪৩ম গ্রীষ্মকালীন ফুটবল টূর্নামেন্টে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারী বালক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে ফাইনাল খেলাটি গোলশুন্য ড্র হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এতে বিজয়ী দলের তুষার, নন্দ, আকাশ এবং বিজীত দলের ইয়াসিন ১টি করে গোল করে। খেলা শেষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেণ। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাহবুব উল আলম, রোমানা আহমেদ। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রব বিশ্বাস প্রমুখ।

মেহেরপুরে গ্রীষ্মকালীন ছেলেদের হ্যান্ডবলে কামদেবপুর চ্যাম্পিয়ন মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৪৩ম গ্রীষ্মকালীন ছেলেদের হ্যান্ডবলে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় উপজেলার চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সকালে ঝাউবাড়িয়া বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের রনি একাই ৩টি গোল করে।