বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

August 21, 2023

মেহেরপুর নিউজ:

২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি, জামাতের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলের দিকে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাবলী ইয়াসমিনের বাসভবনের সামনে এ আলোচনা সভায় দোয়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. গাজী রহমান আনিসুর রহমান প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।