বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চক্ষু শিবির অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 17, 2017

মেহেরপুর নিউজ,১৭ জুলাই: মেহেরপুরে ‘দৃষ্টি সবার অধিকার, অন্ধত্ব প্রতিরোধ করুণ’ এই শ্লোগানে জেলার বিভিন্ন এলাকার ২ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে ২০০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। সোমবার সকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) নামের একটি স্থানীয় এনজিও সংস্থা। ডিবিএস’র চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে চক্ষু শিবির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র পরিচালক ড. এম এ কাশেম, প্রফেসর শফি আহম্মেদ, উপপরিচালক (প্রশাসন) জসিম উদ্দিন, মেহেরপুরের স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল আলম, সাবেক চেয়ার ম্যান ইদ্রিস আলী । এছাড়াও অনুষ্ঠানে ‘সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিশেষ সঞ্চয়ী সদস্য হিসেবে ৪০ হাজার টাকা করে ১৯৭ জন দরিদ্র মহিলাকে চেক প্রদান করা হয়।