টপ নিউজ

মেহেরপুরে চলতি বছরের প্রথম ৬ মাসে অপমৃত্যু ৯৯, শুধু জুনেই ২৪ জনের মৃত্যু

By Meherpur News

July 05, 2025

মেহেরপুর নিউজ:

চলতি বছরের প্রথম ছয় মাসে মেহেরপুর জেলায় মোট ৯৯ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে শুধু জুন মাসেই জেলার বিভিন্ন এলাকায় ২৪ জন মানুষ অপমৃত্যুর শিকার হয়েছেন। এসব মৃত্যুর মধ্যে রয়েছে খুন, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পানিতে ডুবিসহ বিভিন্ন ঘটনা।

জুন মাসে ২৪ জনের অপমৃত্যুর মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৫ জন। এদের মধ্যে খুন হয়েছেন ১ জন, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন, বিদ্যুৎস্পৃষ্ট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন ১ জন করে। এছাড়া একজনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে এবং বিষপান ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোট ১০ জন।

উল্লেখযোগ্য ঘটনাসমূহ: ১ জুন: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পারিবারিক বিরোধের জেরে মেজ ভাই কালুর হামলায় ছোট ভাই বাপ্পি নিহত হন। ৪ জুন- বাড়াদিতে আলগামন উল্টে ছাগল ব্যবসায়ী নাজিম উদ্দীন (৬৫) মারা যান। ৫ জুন- সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামে সড়ক দুর্ঘটনায় মুকুল (সোনালী ব্যাংক স্টেডিয়ামপাড়া শাখার কর্মকর্তা) নিহত হন। একই দিন গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ী সানোয়ার হোসেন (৫০) মারা যান। একই গ্রামের আবুল কাশেম (৬০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। ৬ জুন- গাংনীর মোমিনপুর গ্রামে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ৯ জুন- বাড়াদিতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সৌরভ (মল্লিকপাড়া) নিহত হন। ১৫ জুন- জালশুকা গ্রামের নুর মোহাম্মদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকায় মৃত্যুবরণ করেন। ১৬ জুন- ফাতেমা (৬২) নতুন দরবেশপুরে মোটরসাইকেল থেকে পড়ে নিহত হন। ১৭ জুন- গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের ফাহিম হোসেন (৮) বিদ্যালয়ের পুকুরে ডুবে মারা যায়। একই দিনে পাবনায় সড়ক দুর্ঘটনায় সাহারবাটি গ্রামের সেলিম হোসেন নিহত হন। ১৮ জুন- গাংনীর চৌগাছায় ট্রাকের ধাক্কায় এলাঙ্গী গ্রামের নাহিদ হোসেন (২০) নিহত হন। ২৫ জুন- মেহেরপুর শহরের বন বিভাগ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী মাহাফুজুর রহমান কল্লোল এবং এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন নিহত হন।

আত্মহত্যার চিত্র- জুন মাসে বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন মোট ১০ জন। এদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩ জন পুরুষ ও ২ জন নারী এবং গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।

সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, জেলার অপমৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এসব মৃত্যুর পেছনে পারিবারিক কলহ, মানসিক স্বাস্থ্য সমস্যাসহ নানা সামাজিক সংকট দায়ী হতে পারে। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সমাজ সচেতনদেরও এ বিষয়ে উদ্যোগী ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা।