অন্যান্য

মেহেরপুরে চাঁদবিলে শৈলেন ফকির স্মরনে স্মরন সভা

By মেহেরপুর নিউজ

May 29, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মায়ের দান শান্তি আশ্রম কমিটির উদ্যোগে প্রয়াত শৈলেন ফকির স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মায়ের দান আশ্রম প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কমিটির সভাপতি চন্ডিচরণ সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন। তার জীবনী নিয়ে আলোচনা করেন তরিকুল ইসলাম মন্ডল, ইনসান আলী, সিরাজুল ইসলাম, আনারুল ইসলাম, সুরুজ আলী, অনিল গোষাই , ভিকু সাহা, হাফিজুল ইসলাম, আওলাদ হোসেন প্রমুখ।