বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চাঁদাবাজির অভিযোগে পোলেনসহ ৪ ছাত্রলীগ নেতা আটক

By মেহেরপুর নিউজ

September 09, 2016

মেহেরপুর নিউজ, ০৯ সেপ্টেম্বর: চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় মেহেরপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পোলেনসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক অন্য আসামীরা হলো: মেহেরপুর সরকারী কলেজে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পদক তারিকুল ইসলাম লিখন, ছাত্রলীগ নেতা মাহফুজ ও জুয়েল। বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সরকারী কলেজ গেটের সামনে থেকে তাদের আটক করে। মামলার বাকি চার আসামী পলাতক রয়েছে। পলাতক আসামীরা হলো শহিদুল, শিশির, মামুন ও রকি। আটক মাহফুজুর রহমান পোলেন বর্তমানে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন । পোলেনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় চাঁদাবাজি, হামলা, ভাংচুরসহ বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, পাবনা শহরের আবু তালেব নামের এক ওষুধ ব্যবসায়ী মেহেরপুর থেকে ওষুধ কিনে শ্যামলি পরিবহনের একটি গাড়ি যোগে বাড়ির যাওয়ার উদ্দ্যেশে বৃহস্পতিবার বিকালে বাসস্ট্যান্ডে অবস্থিত শ্যামলী কাউন্টারে যান। এসময় সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান পোলেনসহ আসামীরা ওই ওষুধ ব্যবসায়ীর নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ওষুধ ব্যবসায়ী আবু তালিব মেহেরপুর সদর থানায় হাজির হয়ে ৮জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম পোলেন সহ ৪ জনকে আটক করেন। মামলার বাকি চার আসামী পলাতক রয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আটক আসামীদের ২০০২ সালের দ্রুত বিচার আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মামলার প্রধান আসামী পোলেনের বিরুদ্ধে সদর থানায় বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।